Breaking

Google Search

Friday, June 14, 2019

৩০ জুন অনুমোদিত হবে- ২০১৯-২০ অর্থবছরের জন্য নির্ধারিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট

বাজেট ২০১৯-২০ অর্থ বছর- ২০১৯-২০ অর্থবছরের জন্য নির্ধারিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাংলাদেশের ৪৮ তম এবং বর্তমান সরকারের ২০ তম বাজেট পাশ হবে আগামী ৩০ জুন। গত বাজেটের থেকে আকারে ৫৮৬১৭ কোটি টাকা ও গড় হিসেবে ১২ দশমিক ৬ শতাংশ বাড়তি ২০১৯-২০ অর্থ বছরের বাংলাদেশের ৪৮ তম বাজেট। আগামী মাসের অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর হবে বাংলাদেশের ৪৮ তম ও ২০১৯- ২০ সালের অর্থ বছরের বাজেট। আনুমানিক ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা ঘাটতির এই বাজেট আজ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত হয়। 
৩০ জুন অনুমোদিত হবে- ২০১৯-২০ অর্থবছরের জন্য নির্ধারিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট
৩০ জুন অনুমোদিত হবে- ২০১৯-২০ অর্থবছরের জন্য নির্ধারিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট 

বৃহস্পতিবার বিকেলে ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট বক্তৃতার শুরুর আগে অর্থমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে অনুমতি নেন। বাজেট প্রস্তাবের একপর্যায়ে অর্থ মন্ত্রী শারীরিক ভাবে অসুস্থ হয়ে হয়ে পরলে পরবর্তী বাজেট পেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা।
Subscribe Us On You Tube - Labonno News You Tube

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc