ওবায়দুল কাদের দেশে ফিরছেন আজ
আজ বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৪ ঠা মার্চ এশিয়া উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেজ্ঞ ডাঃ দেবী শেঠীর পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।গত মার্চ মাসের ৩ তারিখে ভোর ৫ তার দিকে ঢাকার নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (BSMMU) আই সি ইউ তে (ইন্সেন্টিভ কেয়ার ইউনিট ) ভর্তি করা হয়।৭০ দিন পর আগামীকাল দেশে ফিরছেন ওবায়দুল কাদের- ছবি- সংগৃহিত |
গত মার্চ মাসের ২০ তারিখে সফল ভাবে তার হার্টের বাইপাস সার্জারি হয়। জানা গেছে বর্তমানে ওবায়দুল কাদের স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন ও স্বাবাভিক কথা বার্তা বলতে পারছেন এমনকি নিয়মিত ব্যায়ামও করছেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৫ ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় পৌঁছাবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরো সংবাদ
No comments:
Post a Comment