Breaking

Google Search

Wednesday, May 15, 2019

৭০ দিন পর আজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের  দেশে ফিরছেন আজ 

আজ বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  ৪ ঠা মার্চ এশিয়া উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেজ্ঞ ডাঃ দেবী শেঠীর পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।গত মার্চ মাসের ৩ তারিখে  ভোর ৫ তার দিকে  ঢাকার নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (BSMMU) আই সি ইউ তে (ইন্সেন্টিভ কেয়ার ইউনিট ) ভর্তি করা হয়। 
Labonno news
৭০ দিন পর আগামীকাল দেশে ফিরছেন ওবায়দুল কাদের- ছবি- সংগৃহিত 

গত মার্চ মাসের ২০ তারিখে সফল ভাবে তার হার্টের বাইপাস সার্জারি হয়। জানা গেছে বর্তমানে ওবায়দুল কাদের স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন ও স্বাবাভিক কথা বার্তা বলতে পারছেন এমনকি  নিয়মিত ব্যায়ামও করছেন তিনি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৫ ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় পৌঁছাবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো সংবাদ  

বাংলাদেশ আওয়ামীলীগ  রাজনীতি,

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc