মিয়ানমারে বাংলাদেশী বিমান দুর্ঘটনা
মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়া বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আহতদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পাঠানো হয়েছে সরকারি উদ্যোগে। মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দর রানওয়েতে আজ সন্ধ্যা ৬ তা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ড্যাশ-৮ উড়োজাহাজ নামক একটি বিমান আছড়েপড়ে।বিমানটি আজ বাংলাদেশী সময় ৩ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। এই বিমান দূর্ঘটনায় মোট ১৮ জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। উক্ত বিমানটিতে মোট ৩৩ জন ছিলেন তাদের মধ্যে ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন।
বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমানের একটি বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার সকালে বিশেষ ফ্লাইটটি আহত বাংলাদেশী যাত্রীদের নিয়ে বাংলাদেশে ফিরে আসবে।
এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।
মিয়ানমারে বাংলাদেশী বিমান দুর্ঘটনায় আহতদের জন্য বিশেষ ফ্লাইট |
রেঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজটি ভালোমতোই ক্ষতিগ্রস্থ হয়েছে। যাত্রী ও ক্রু সহ সবাই কমবেশি আহত হয়েছেন। সকলকে চিকিৎসার অধীনে রাখা হয়েছে এবং ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে কারও প্রাণ সংশয় নেই। এই খবর লেখা অবধি বাংলাদেশ দূতাবাসের কর্তব্যরত সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment