Breaking

Google Search

Thursday, May 16, 2019

বিতর্কিত ছাত্রলীগ নেতাদের দল থেকে বাদ দেয়া হবে - প্রধানমন্ত্রী শেখহাসিনা



ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিতর্কিত 
নেতাদের দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।
Labonno News (All Updated News)
বিতর্কিত ছাত্রলীগ নেতাদের দল থেকে বাদ দেয়া হবে - প্রধানমন্ত্রী শেখহাসিনা 

আজ বুধবার দুপুরের পর  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ  সম্পাদক গোলাম রাব্বানীকে প্রধানমন্ত্রী শেখহাসিনা  গণভবনে ডেকে এ নির্দেশ দেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সংবাদ মাধ্যমকে জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ নেত্রীর  নির্দেশ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ‘বিতর্কিত’দের চিহ্নিত করে যথাযথ  ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ‘বিতর্কিত’দের ব্যাপারে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, 
তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ অন্যথায় বহিস্কার করার ব্যাপারেও ইঙ্গিত  দিয়েছেন তিনি।  যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে, যারা বিবাহিত, মাদক ব্যবসার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা 
আছে কিংবা যাদের পরিবার বিএনপি-জামায়াত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, তাদেরও কমিটি  থেকে অব্যাহতি দিতে বলেছেন তিনি৷ প্রধান মন্ত্রী আরো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ কোনো অপরাধীর 
সংগঠন নয়, কোনো মানবতা বিরোধী সংগঠন নয়।

বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের প্রায় ৩১৫ দিন পর সোমবার সংগঠনের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷ ছাত্রলীগের পদবঞ্চিত বিক্ষুব্ধ সেই অংশটি ইতিমধ্যে মঙ্গলবার ‘বিতর্কিত’দের
কমিটি থেকে বাদ দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন৷ সেই আলটিমেটামের সময়সীমা শেষ হতে করেছে
আজ বৃহস্পতিবার৷ এই সময়ের মধ্যে ‘বিতর্কিত’দের কমিটি থেকে বাদ দেওয়া না হলে তারা গণপদত্যাগ কিংবা অনশনে যাবেন এমনটাই ঘোষণা দিয়েছিলেন তারা৷

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc