Breaking

Google Search

Thursday, May 23, 2019

খালেদা জিয়ার অসুস্থতায় দায়ী শেখ হাসিনা - রিজভি

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখহাসিনাকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
খালেদা জিয়ার অসুস্থতায় দায়ী শেখ হাসিনা - রিজভি --- Labonno News
খালেদা জিয়ার অসুস্থতায় দায়ী শেখ হাসিনা - রিজভি 

তিনি আওয়ামীলীগ সরকারের চরম নিন্দা করে বলেন, বর্তমান সরকারের সাথে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা বা বন্ধুত্তসুলভ সম্পর্ক নেই। এই সরকার অন্ধকার রাতে পুলিশ-র‌্যাব কর্তৃক সিলেক্টেড সরকার। তাই দেশজুড়ে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। আওয়ামী স্বেচ্ছাচারী শাসনে উদ্ভূত মহাদুর্নীতির প্রবল চাপে গণতন্ত্র ও বহুত্ববাদকে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, গণতন্ত্রের প্রান মাতা,লাবন্নের পপ্রতীক  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা অত্যন্ত আশংকাজনক পর্যায়ে উপনীত হলেও সরকার তা দেখেও না দেখার ভান করছেন। অসত্য মামলাগুলোতে দেশনেত্রীর কোনো সংশ্লিষ্টতা না থাকার পরেও আইনি প্রক্রিয়ার ওপর নির্বাহী বিভাগের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জামিন আটকিয়ে ্রাখা হয়েছে। এই অবৈধ প্রধানমন্ত্রী ব্যক্তিহিংসা, দাম্ভিকতা ও জিদের জন্য বেগম খালেদা জিয়াকে জোর করে কারারুদ্ধ করে রেখেছেন। নিজের সর্বময় কর্তৃত্ব নিরাপদ করার জন্যই ক্ষমতাতপস্বী শেখ হাসিনা কারাবন্দি করে রেখেছেন বেগম খালেদা জিয়াকে। তার লন্ডনের বক্তৃতায় তিনি নিজেই সে কথা জানিয়েছেন। দেশনেত্রীর অসুস্থতার জন্য প্রধানমন্ত্রীই দায়ী। যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে বসে আছেন শেখ হাসিনা। 
রিজভী বলেন, গণতন্ত্রের প্রান মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা অত্যন্ত আশংকাজনক পর্যায়ে উপনীত হলেও সরকার তা দেখেও না দেখার ভান করছেন। অসত্য মামলাগুলোতে দেশনেত্রীর কোনো সংশ্লিষ্টতা না থাকার পরেও আইনি প্রক্রিয়ার ওপর নির্বাহী বিভাগের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জামিন আটকিয়ে ্রাখা হয়েছে। এই অবৈধ প্রধানমন্ত্রী ব্যক্তিহিংসা, দাম্ভিকতা ও জিদের জন্য বেগম খালেদা জিয়াকে জোর করে কারারুদ্ধ করে রেখেছেন। নিজের সর্বময় কর্তৃত্ব নিরাপদ করার জন্যই ক্ষমতাতপস্বী শেখ হাসিনা কারাবন্দি করে রেখেছেন বেগম খালেদা জিয়াকে। তার লন্ডনের বক্তৃতায় তিনি নিজেই সে কথা জানিয়েছেন। দেশনেত্রীর অসুস্থতার জন্য প্রধানমন্ত্রীই দায়ী। যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে বসে আছেন শেখ হাসিনা। বিগত এক বছরের বেশি সময় ধরে নাজিমউদ্দিন রোডের জেলখানার স্যাঁতসেতে পরিত্যক্ত বসবাসের অযোগ্য ছায়ান্ধকার প্রকোষ্ঠে জননেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে শুধুমাত্র মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়ার জন্য।
তিনি আরও উল্লেখ করেন যে, এমন স্বৈরাচারী সরকারের খুব শীঘ্রই পতন হবে। দেশের মানুশ গনঅভুরথান গড়ে তুলবে।
আরো সংবাদ -----   Politics Bangladesh

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc