"আড়ং" কে জরিমানা করায় রাতারাতি বদলিপ্রাপ্ত সরকারী কর্মকর্তা "মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার"। "মাননীয় প্রধানমন্ত্রীর" হস্তক্ষেপে বদলীর হাত থেকে এযাত্রায় রেহাই পেলেন।পুনরায় ভোক্তা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ে নিজের পদ ফিরে পেলেন। বদলী স্থগিত।
বদলিপ্রাপ্ত জনপ্রশাসন কর্মকর্তার পুনরায় স্বপদে বহাল - "আড়ং দুর্নীতি" |
আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি ফরহাদ হসেন দদুল এই নির্দেশ দিয়েছেন।অসামান্য দুর্নীতির দায়ে আড়ংকে গতকাল ৪৫০,০০০ টাকা জরিমানা করেছিলেন তিনি। উক্ত অভিযানে তিনি আড়ঙের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম জনসম্মুখে নিয়ে আসেন। উক্ত ঘটনার কিছুক্ষণ পরেই এই কর্মকর্তার আকস্মিক বদলীর সিদ্ধান্ত জানা যায়। ৭৩০ টাকা মূল্যের পাঞ্জাবী ১৩০৫ টাকায় বিক্রির অনিয়মের জন্য তিনি আড়ংকে ৪,৫০০০০ টাকা জরিমানা করেন।
সরকারী হস্তক্ষেপে এবারের খুলনা যাত্রা থেকে মুক্তি পেলেন তিনি। ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ কতৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে তাকে বদলি করে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর ,খুলনা বিভাগে। তবে এই স্থগিতাদেশ ঠিক কত দিনের জন্য এবার তা দেখার পালা।
No comments:
Post a Comment