আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ - অসাধারণ একটি ম্যাচ উপহার দিলেন ডোয়েন প্রিটোরিয়াস। ১০ ওভার বল করে ২৫ রান দিয়ে তুলে নেন শ্রীলঙ্কার মূল্যবান ৫ টি উইকেট। টসে জিতে ফিল্ডিং করার সিধান্ত নেন দক্ষিণআফ্রিকার অধিনায়ক। প্রথমার্ধে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বল খেলে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ২০৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেন দক্ষিণআফ্রিকার ব্যাটসম্যানরা। মাত্র ৩৭ ওভার ২ বল খেলে জয়ের দ্বারে পৌঁছে যায় দক্ষিণআফ্রিকা।
বিশ্বকাপের আসর ছাড়তে হবে দখিন আফ্রিকাকে, কারন জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা ভারী তাদের। এবারের বিশ্বকাপটা ঠিক ঠাক ভাবে বুঝেই উঠতে পারলনা দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের তলায় পরে থাকার কারনে এবারের বিশ্বকাপের আসর থেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। পাশাপাশি শ্রীলঙ্কাকেও নিতে হছহে বিদায়। স্রিলাঙ্কার পয়েন্টো টেবিলের তলায়।
আজকের এই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের ৪৮ টির মধ্যে ৩৫ তম ম্যাচ।
শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েও বিশ্বকাপের আসর ছাড়তে হবে সাউথআফ্রিকার |
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেন দক্ষিণআফ্রিকার ব্যাটসম্যানরা। মাত্র ৩৭ ওভার ২ বল খেলে জয়ের দ্বারে পৌঁছে যায় দক্ষিণআফ্রিকা।
বিশ্বকাপের আসর ছাড়তে হবে দখিন আফ্রিকাকে, কারন জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা ভারী তাদের। এবারের বিশ্বকাপটা ঠিক ঠাক ভাবে বুঝেই উঠতে পারলনা দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের তলায় পরে থাকার কারনে এবারের বিশ্বকাপের আসর থেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। পাশাপাশি শ্রীলঙ্কাকেও নিতে হছহে বিদায়। স্রিলাঙ্কার পয়েন্টো টেবিলের তলায়।
আজকের এই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের ৪৮ টির মধ্যে ৩৫ তম ম্যাচ।
No comments:
Post a Comment