এখন থেকে একবছর আগে সম্মেলন হওয়া বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গতকাল ঘোষণা হয়েছে।
গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।বাংলাদেশ ছাত্রলীগের সর্বশেষ দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১১ ও ১২ মে। এর প্রায় আড়ই মাস পর গত বছরের ৩১ জুলাই শোভনকে ছাত্রলীগের সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ছবি- সংগৃহিত |
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর দুটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
গতকাল সোমবার কেন্দ্রীয়
ছাত্রলীগ সভাপতি
রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও
সাধারণ সম্পাদক
গোলাম রাব্বানির
স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্যের
কমিটি প্রকাশ
পেয়েছে।
তবে কমিটিতে
স্বাক্ষর করা
হয় ১১
মে।
আওয়ামী লীগ
সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে
এই কমিটি
করা হয়
বলে নির্ভরযোগ্য
সূত্রে জানা
গেছে।
কমিটিতে সভাপতি
রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে
সহ-সভাপতি
পদের রয়েছেন
সর্বমোট ৬১
জন।
সাধারণ সম্পাদক গোলাম
রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক
রয়েছেন ১১
জন।
সাংগঠনিক সম্পাদক পদে
রয়েছেন মোট
১১ জন।
ক্রীড়াবিষয়ক সম্পাদ হয়েছেন
আল-আমীন
সিদ্দিক সুজন। তার
সঙ্গে উপ-ক্রীড়া সম্পাদক
পদে রয়েছেন
আরো তিনজন।
অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন
আরো ৪
জন।
আইনবিষয়ক সম্পাদক হয়েছেন
ফুয়াদ হোসেন
শাহাদাত।
তার সঙ্গে
চারজন উপ-আইনবিষয়ক সম্পাদক।
পরিবেশবিষয়ক সম্পাদক হয়েছেন
শামীম পারভেজ। এই
কমিটিতে আছে
তিনজন উপ-সম্পাদক।
স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক
হয়েছেন পুতুল
চন্দ্র রায়। এই
কমিটিতে আরো
তিনজন উপ-স্কুল ছাত্রবিষয়ক
সম্পাদক রয়েছেন।
বিজ্ঞানবিষয়ক সম্পদক সাদুন
মোস্তফার রঙ্গে
উপ-বিজ্ঞানবিষয়ক
সম্পাদক রয়েছেন
আরো চারজন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মোহাম্মদ রাকিনুল
হক চৌধুরী। উপ-সম্পাদক হিসেবে
রয়েছেন আরো
পাঁচজন।
পাঠাগার সম্পাদক হয়েছেন
জাভেদ হোসেন। উপ-সম্পাদক হিসেবে
আরো পাঁচজন
রয়েছেন।
তথ্য ও গবেষণা
সম্পাদক নির্বাচিত
হয়েছেন পল্লব
কুমার বর্মণ। সঙ্গে
উপ-সম্পাদক
হয়েছেন আরো
তিনজন।
তথ্য প্রযুক্তিবিষয়ক কমিটিতে
সম্পাদক নির্বাচিত
হয়েছেন শাকিল
আহমেদ জুয়েল
বাবু।
সঙ্গে ?উপ-সম্পাদক রয়েছেন
মোট পাঁচজন।
ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত
হয়েছেন তাজ
উদ্দিন।
তার সঙ্গে
রয়েছেন চারজন
উপ-সম্পাদক।
গণশিক্ষা বিষয়ে সম্পাদক
নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ হীল বারী। উপ-সম্পাদক রয়েছেন
তিনজন।
ত্রাণ ও দুর্যোগ
ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন ইমরান জমাদ্দার। সঙ্গে
উপ-সম্পাদক
রয়েছেন চারজন।
স্বাস্থ্য ও চিকিৎসাসেবা
বিষয়ক সম্পাদক
নির্বাচিত হয়েছেন শাহরিয়ার ফেরদৌস হিমেল। সঙ্গে
রয়েছেন চার
উপ-সম্পাদক।
সাহিত্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব
পেয়েছেন আসিফ
তালুকদার।
সঙ্গে রয়েছেন
তিনজন উপ-সম্পাদক।
প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নির্বাচিত
হয়েছেন হায়দার
মোহাম্মদ জিতু। সঙ্গে
রয়েছেন তিনজন
উপ-সম্পাদক।
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
পদে নির্বাচিত
হয়েছেন মো.
রণি।
এছাড়া উপ-সম্পাদক হয়েছেন
চারজন।
নাট্য ও বিতর্কবিষয়ক
সম্পাদক হয়েছেন
জুয়েল মোল্লা। তার
সঙ্গে রয়েছেন
তিনজন উপ-সম্পাদক।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়
বিষয়ক সম্পাদক
হয়েছেন আসিফ
ইকবাল অনিক। সঙ্গে
রয়েছেন পাঁচ
উপ-সম্পাদক।
No comments:
Post a Comment