নাগরিক সেবা নিশ্চিত করায়, মঞ্জুর মোহাম্মদ সাহরিয়ারকে বদলি করলেন "জনপ্রশাশন মন্ত্রনালয়"
২৫ মের ৭১৩ টাকার পাঞ্জাবী এক লাফে ১৩০৫ টাকা ৩১ মে। মাত্র ৭ দিনের মধ্যে ৬০০ টাকা মূল্য বৃদ্ধি। গত ২৫ মে উত্তরা আড়ং শোরুমে মোহাম্মদ ইব্রাহীম নামের এক ব্যাক্তি ৭১৩ টাকা মূল্যের একটি পাঞ্জাবী কিনেছিলেন। ছয় দিন পর আবারো ৩১ মে তিনি ওই পাঞ্জাবী কিনতে গেলে দেখেন মূল্য ১৩০৫ টাকা।
ছয় দিনে ৬০০ টাকা মূল্যস্ফিত্তি ! সরকারী মদদে প্রতারনার চরমে আড়ং |
উক্ত ক্রেতা এমন রাতারাতি মূল্য পরিবর্তনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। ঠিক এই অভিযোগের ভিত্তিতে গতকাল আড়ংয়ে আকস্মিক অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমান পায় ভোক্তা অধিকার অধিদপ্তর। ঝটিকা অভিযানে ৪৫০,০০০ (সারে চার লক্ষ) জরিমানা হয় দেশের সুনাম ধন্য ব্রান্ড আড়ং ের ।
দুঃখজনক হলেও সত্যি যে এই নাগরিক সেবা নিশ্চিত করা কাল হয়ে দারায় ভোক্তা অধিকার সংরক্ষণের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদের। নাগরিক সেবা নিশ্চিত করায় এক কর্মকর্তার মন্ত্রনালয় পরিবরতন সহ বদলীও নিশ্চিত।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলচিত বিষয় এটি। আড়ং ের মত এমন স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের এমন জালিয়াতি দেখে সবাই নির্বাক। এখানেই ঘটনার শেষ নয়, সরকারী ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে রাতারাতি উক্ত জরিমানাকারি কর্মকর্তার বদলীও নিশ্চিত করছে আড়ং। আরো অবাক হওয়ার বিষয় যে, এমন একটা বহুল আলোচিত সংবাদে দেশের বেশীরভাগ বড় বড় সংবাদ মাধ্যমগুলো কোনো সংবাদ প্রকাশ করছে না।
ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ কতৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে তাকে বদলি করে দায়িত্ব দেয়া হয় সড়ক ও জনপথ অধিদপ্তরে খুলনা বিভাগে।
No comments:
Post a Comment