আগাম জামিন নিতে গিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার হয়েছেন ডিআইজি মিজান
আদালতের নির্দেশনা অনুযায়ী গত কাল সোমবার দুর্নীতি দমন কমিশনের 'দুদক' দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত দুরনিতিগ্রস্থ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। জামিন আবেদন খারিজ করে তাঁকে তাৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন আদালত।গতকাল আদালত থেকে তাকে শাহবাগ থানায় আনা হয়েছে। আজ মঙ্গলবার তাকে হাজতে প্রেরন করা হবে। খবর নিয়ে জানা গেছে তিনি কিছুটা ভিআইপি কায়দায় গতকাল অবস্থান করেছেন শাহবাগ থানায়। পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় তার উপরে তেমন কোন নিত্যমালা চাপান হয়নি, যেমনটি চাপানো হয় অন্যান্য আসামীদের ক্ষেত্রে।
আগাম জামিন নিতে গিয়ে ফেঁসে গেলেন ডিআইজি মিজান |
বরখাস্ত এই দুর্নীতিগ্রস্থ পুলিশ কর্মকর্তা - ভয় দেখিয়ে এক নারীকে বিয়ে, সাঙ্গাবাদিক দম্পতিকে প্রান নাশের হুমকি, ঘুষের টাকা চেয়ে আসামীদের হয়রানি সহ নানাবিধ অসৎ উপায় অবলম্বন করে অঢেল সম্পদ বানিয়েছেন।
আরো সংবাদ
No comments:
Post a Comment