জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি 'হুসাইন মোহাম্মদ এরশাদ' বর্তমানে লাইফ সাপোর্টে অবস্থান করছেন। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়।
সাময়িকভাবে গত দুদিন আগে তাঁর কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। পরবরতিতে তিনি আবার অসুস্থ হলে তাঁকে অক্সিজেন সরবরাহ করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে ভয়ানক বিপদজনক অবস্থায় অবস্থান করছেন।
গুরুতর অসুস্থতার পেছনে অন্যান্য রোগের পাশাপাশি বার্ধক্যজনিত দুর্বলতাও অসুস্থতার অন্যতম কারন, জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে ৯১ বছরেরও বেশী বয়স প্রবীণ এই রাজনীতিবিদের।
ধারাবাহিকতায় - গত ২৫ জুন মঙ্গলবার রাত ৩ তার দিকে আকস্মিকভাবে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পরেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকলে পরদিন সকালে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছিল, বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বিশেষ পর্যবেক্ষণে রেখে ডাক্তাররা তার চিকিৎসা করছিলেন।
আরো সংবাদ
No comments:
Post a Comment