বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়নাতদন্ত শেষ করে দগ্ধ হয়ে মৃতু বরণ করা ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে নেয়া হয়েছে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার খবর সাংবাদিকদের জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
একটানা ১০৮ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেনীর।সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)। আরো জানা যায় আইসিইউ তে থাকাকালীন সময় তার একাধিকবার হার্টএটাক হয়।
নুসরাতের মৃত্যুর কারণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, যেহেতু শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল, এ কারণেই তার মৃত্যু হয়েছে । তবে চূড়ান্ত প্রতিবেদন তৈরী প্রকৃয়ায় বেশকিছুটা সময় লাগবে। এ জন্য আমরা ডিএনএসহ কিছু নমুনা সংগ্রহ করে রেখেছি।আমরা চেষ্টা করছি অতিদ্রুত সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনপ্রকাশের।
আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন নুসরাতের মারা যাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন আদালতের নজরে আন্তে, আদালত বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই এ ঘটনা পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যেই পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আদালত ও সরকারের উপর আপনারা আস্থা রাখুন।
তিনি আরো মন্তব্বো করেন, তদন্তে হেয়ালি দেখলে আপনারা আদালতে আসবেন, তখন আমরা হস্তক্ষেপ করবো।
আজ বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজীর মো: ছাবের সরকারী পাইলট হাই স্কুল মাঠে নুসরাত জাহান রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনের করা হবে বলে জানিয়েছেন নুসরাতেরপরিবারের লোকজন।
তিনি আরো মন্তব্বো করেন, তদন্তে হেয়ালি দেখলে আপনারা আদালতে আসবেন, তখন আমরা হস্তক্ষেপ করবো।
আজ বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজীর মো: ছাবের সরকারী পাইলট হাই স্কুল মাঠে নুসরাত জাহান রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনের করা হবে বলে জানিয়েছেন নুসরাতেরপরিবারের লোকজন।
অন্নদিকে জনমনে কৌতহল ও আলোচনার ঝড় উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উন্নত চিকিত্সার জন্ন সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেয়া সত্বেও কেন তাকে সিঙ্গাপুর পাঠানো হলো না।
প্রকৃতপক্ষে ঘটনার অববাহিকা আলাদা, শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া সম্ভব হয় নি।
বর্তমান বাংলাদেশের বহুল আলোচিত এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি মো: মোয়াজ্জেম হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় রাফির ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ আরো আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করাকরেন। ওই মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সাতজনকে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
সর্বোপরি এটা বলা যায় এমন মর্মান্তিক নুসরাতের এমন মর্মান্তিক মৃত্তুতে
সতেরো কোটি বাঙালি বাকরুদ্ধ। সমগ্র দেশবাসী এমন নেক্কারজনক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।
No comments:
Post a Comment