Breaking

Google Search

Tuesday, May 14, 2019

বাংলাদেশ ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

বাংলাদেশ  ছাত্রলীগের নবগঠিত ও ঘোষিত  কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন পদবঞ্চিতরা। 

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছেন বাংলাদেশ ছাত্র লীগের নতুন কমিটি থেকে ব্যাড পড়া ছাত্র নেতারা। সেখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই থেকে আড়াই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ  ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম - Labonno news
বাংলাদেশ  ছাত্রলীগের পদবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু তার বক্তব্যে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠন করতে হবে। দাবি মানা না হলে অনশন ও গণপদত্যাগ করা হবে বলে হুমকি দেন নতুন কমিটিতে উপ সাংস্কৃতিক সম্পাদক পদ পাওয়া নিপু তন্বী। ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার সভাপতি তন্বী ডাকসুরও সদস্য। এভাবে আরো অনেকেই তাদের বক্তব্যে হুমকি মূলক বার্তা জানিয়ে দেন। 



সম্মেলনের এক বছর পর সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন অর্ধশত নেতাকর্মী; যাদের কেউ পদ পাননি, কেউবা কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষুব্ধ।
সংবাদ সম্মেলন শুরুর পরপরই সেখানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পদ পাওয়া ছাত্রলীগ নেতারা। তারা এমন উশৃঙ্খল কর্মকান্ডে দুঃখ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যাক্ত করেন যে, পদ বঞ্চিতরা যেন এমন দাবি না জানান। তারা সকল কে সাথে নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যাক্ত করেন। ।। নিজেস্ব প্রতিবেদক ।।
আরো পড়ুন : 

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc