Breaking

Google Search

Sunday, June 23, 2019

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনালের সম্ভব্য দলসমূহ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ - এবারের বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ অংশ নেয়া দশটি দেশ থেকে সেমিফাইনালে খেলবে ৪ টি দেশ।  
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯

এখন পর্যন্ত ৬ টি ম্যাচ খেলে ৫ টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাকি একটি ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায় ভারতের কাছে। অস্ত্রেলিয়ার পয়েন্ট ১০। এখন পর্যন্ত ৫ টি ম্যাচ খেলে ৪ টি করে ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে জথাক্রমে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ও ভারতের পয়েন্ট যথাক্রমে ৯। পপিন্ত টেবিলের ৩য় স্থানে রয়েছে সাগতিক ইংল্যান্ড। ৬ টি ম্যাচ খেলে ৪ টিতে জয়লাভ করে ইংল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট। ৬ টি ম্যাচ খেলে ২ টি জিতে ৪র্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাশাপাশি বাংলাদেশও ৬ টি ম্যাচ খেলে ২ টি জিতে ৫ম স্থানে আছে। স্রিলাঙ্কার পয়েন্ট ৬ আর বাংলাদেশের পয়েন্ট ৫। পয়েন্টের এই অসমতা হয়েছে বৃষ্টি পরিতাক্ত ম্যাচের কারনে। 


অন্যদিকে ৫ টি ম্যাচ খেলে ১ টিতে জয়লাভ করে ওয়েস্টইন্ডিজ। তাদের পয়েন্ট ৩। ৬ ম্যাচ খেলে ১ টিতে জয়ী হয় সাউথ আফ্রিকা, তাদের পয়েন্ট ৩।  ৫ টি ম্যাচ খেলে ১ টিতে জয়ী হয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান করছে পাকিস্থান। ৬ টি ম্যাচ খেলে কোন জয় না পাওয়ায় পয়েন্ট তালিকার সর্ব নিম্নে অবস্থান করছে আফগানিস্থান। 

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc