Breaking

Google Search

Thursday, July 4, 2019

এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি,

প্রথমবার লাইফ সাপোর্টে থেকে কিছুটা সুস্থ স্বাভাবিক হলেও অসুস্থ হওয়ায় আজ বিকেল ৪.৩০ মিনিটে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদকে।  


সার্বক্ষণিক ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এরশাদের সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত বিশেষ মেডিকেল টীম। সিএমএইচ হাসপাতাল সূত্রে জানান হয়েছে এরশাদের রক্তে ইউরিয়ার পরিমান অনেক বেশি। নিবিড় পর্যবেক্ষণে এরশাদের চিকিৎসা চলছে তাতেও তিনি সুস্থ হয়ে উঠছেন না।  পাশাপাশি তাঁর ফুসফুসে সংক্রমন কিছুতেই কমছে না। চিকিৎসকরা আর জানিয়েছেন ফুসফুসের সঙ্ক্রমনের কারনে এরশাদের কিডনিতে পানি জমেছে। 


বর্তমানে জাতীয় পার্টির 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান' হুসাইন মোহাম্মদের ছোট ভাই  জিএম কাদের বলেছেন,   কেবলমাত্র চিকিৎসকদের নির্দেশনা থাকলেই এরশাদকে নেয়া হবে দেশের বাহিরে। তিনি সিএমএইচের চিকিৎসকদের চিকিৎসা বাবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন।  
এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি,
এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি, 


এর আগে গত শুক্রবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএমকাদের রাজধানির বায়তুল মোক্কাররম মসজিদে নামাজ শেষে তাঁর জন্য দোয়া চেয়ে সাংবাদিক সম্মেলনে এরশাদের বর্তমান শারীরিক অবস্থার বিবরন দেন। 
হুসাইন মুহাম্মদ এরশাদের সব সংবাদ পড়ুন -

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc