Breaking

Google Search

Saturday, April 27, 2019

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ।

আসছে ৩০ মে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটের ১২তম বিশ্বকাপ আসর শুরু হতে যাচ্ছে।
ইন্টারনেশনাল ক্রিকেট  কাউন্সিল ( আই সি সি ) আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করলো।  লিগ পর্বের ম্যাচগুলোর জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে। দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের নাম পরে ঘোষণা করা হবে।

labonno news
World Cup-2019

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপকে সামনে রেখে ১৬ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। ২২ জনের প্যানেলে একমাত্র দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমুস।

আসছে  ৩০ মে হতে  শুরু হতে যাচ্ছে  ওএকদিনের  বিশ্বকাপের দ্বাদশ আসর। সারাবিশ্বের এই জনপ্রিয় খেলায় এবারের বিশকাপে উদ্বোধনী মাচে মুখুমুখি হতে যাচ্ছে সাগতিক ইংলান্ড এবং দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ডেভিড বুন, মাঠের দুই আম্পায়ারের শ্রীলংকার কুমার ধর্মসেনা ও অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড। থার্ড আম্পায়ার  হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফোর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর জোয়েল উইলসন।

এবারের বিশ্বকাপের ফাইনাল মাচ অনুষ্ঠিত হবে  ১৪ জুলাই। বিশ্বকাপের তালিকা অনুযায়ী মোট  ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেড়মাস জুড়ে কবে এবারের বিশ্বকাপের আসর।

এরপর দু’টি সেমিফাইনাল ও একটি ফাইনাল। ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
ম্যাচ রেফারি : ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন।

আম্পায়ার - আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমুস, ক্রিস গ্যাফানে, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রাইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পালিয়াগুরুগে, পল উইলসন। কোনো ধরনের সমস্যা না হলে উল্লেখিত আম্পায়াররাই বিশ্বকাপ খেলায়  আম্পায়ারের দায়ীত্ব পালন করবেন।

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc