Breaking

Google Search

Thursday, July 4, 2019

July 04, 2019

এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি,

প্রথমবার লাইফ সাপোর্টে থেকে কিছুটা সুস্থ স্বাভাবিক হলেও অসুস্থ হওয়ায় আজ বিকেল ৪.৩০ মিনিটে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদকে।  


সার্বক্ষণিক ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এরশাদের সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত বিশেষ মেডিকেল টীম। সিএমএইচ হাসপাতাল সূত্রে জানান হয়েছে এরশাদের রক্তে ইউরিয়ার পরিমান অনেক বেশি। নিবিড় পর্যবেক্ষণে এরশাদের চিকিৎসা চলছে তাতেও তিনি সুস্থ হয়ে উঠছেন না।  পাশাপাশি তাঁর ফুসফুসে সংক্রমন কিছুতেই কমছে না। চিকিৎসকরা আর জানিয়েছেন ফুসফুসের সঙ্ক্রমনের কারনে এরশাদের কিডনিতে পানি জমেছে। 


বর্তমানে জাতীয় পার্টির 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান' হুসাইন মোহাম্মদের ছোট ভাই  জিএম কাদের বলেছেন,   কেবলমাত্র চিকিৎসকদের নির্দেশনা থাকলেই এরশাদকে নেয়া হবে দেশের বাহিরে। তিনি সিএমএইচের চিকিৎসকদের চিকিৎসা বাবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন।  
এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি,
এরশাদ আবারো লাইফ সাপোর্টে - রক্তে ইউরিয়া, কিডনিতে পানি, 


এর আগে গত শুক্রবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএমকাদের রাজধানির বায়তুল মোক্কাররম মসজিদে নামাজ শেষে তাঁর জন্য দোয়া চেয়ে সাংবাদিক সম্মেলনে এরশাদের বর্তমান শারীরিক অবস্থার বিবরন দেন। 
হুসাইন মুহাম্মদ এরশাদের সব সংবাদ পড়ুন -

Tuesday, July 2, 2019

July 02, 2019

সেমিফাইনাল যুদ্ধে বিদায় বাংলাদেশ ।। সেমিফাইনাল লড়াইয়ে পাকিস্তান ও ইংল্যান্ড

World cup Cricket 2019 -বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনালে উঠার জন্য আর কোন পথ বাকি রইলো না বাংলাদেশের। বাংলাদেশের সেমিফাইনাল খেলতে আজকের ভারতের বিপক্ষে জয়লাভ করা বাধ্যতামূলক ছিল।


বাকি থাকছে স্বাগতিক ইংল্যান্ড ো পাকিস্তান। পয়েন্ট টেবিলের চুড়ায় অবস্থান করে সেমিফাইনাল আগেই নিসছত করেছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ও ভারত।

যেহেতু এবারের আইসিসি বিশ্বকাপ ২০১৯ এ ৪ টি দল খেলবে সেমিফাইনাল তাই চতুর্থ দল হিসেবে তালিকায় রইলো পাকিস্তান ও ইংল্যান্ড।
সেমিফাইনাল যুদ্ধে বিদায় বাংলাদেশ ।। সেমিফাইনাল লড়াইয়ে পাকিস্তান ো ইংল্যান্ড
সেমিফাইনাল যুদ্ধে বিদায় বাংলাদেশ ।। সেমিফাইনাল লড়াইয়ে পাকিস্তান ো ইংল্যান্ড 
                           


                                           বিশ্বকাপ ক্রিকেট ২0১৯
July 02, 2019

বরগুনায় রিফাত হত্যার মূল আসামি 'নয়ন বন্ড' এবং কথিত বন্দুক যুদ্ধ

বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল আসামি 'নয়ন বন্ড' রাবের গুলিতে নিহত হয়েছে। 

 তথ্য অনুযায়ী বরগুনা লঞ্চ ফেরিঘাট এলাকায় রয়াবের সাথে বন্দুক যুদ্ধে রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ডের মৃত্যু হয়।

রয়াবের সাথে বন্দুক যুদ্ধ

ররয়াব পুলিশের সাথে বন্দুক যুদ্ধের এই নাটক আর কতদিন চলবে। দেশের সন্ত্রাসীদের শাস্তি দেয়ার দায়িত্ব যদি রয়াবের হয়ে থাকে তাহলে দেশে কোনো আদালত না থাকলেও চলে।  জনগনের টাকায় এতো এতো সরকারী চাকুরীজীবী পালন করার তো কোন মানে হয় না। কারন বাংলাদেশ রয়াব তাৎক্ষণিক বিচার করে তাৎক্ষণিক সাজা দিয়ে দিতে সক্ষম। 

নৃশংসতা 

সমগ্র দেশবাসী রিফাত হত্যার মতো এমন নারকীয় হত্যাকাণ্ডে দুঃখপ্রকাশ করেছে। রিফাত খুন হয়েছিল নয়ন বন্ডের হাতে আর হয়ন হল বাংলাদেশ পুলিশের হাতে। আমাদের দেশে লক্ষাধিক পুলিশ কর্মকর্তা কর্মচারী বিদ্যমান। এতগুলো পুলিশ মিলে একজন অপরাধীকে জীবিত গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে না পারলে বন্দুক যুদ্ধের মতো মন গরা গল্প তৈরি করা ছাড়া আসলে কিছু আর করার থাকে না।
 পিছনের বড় কোনো ঘটনাকে চাপা দেয়ার জন্য বন্দুক যুদ্ধের মতো নাটকীয় কল্পকাহিনী তৈরি হয়।
 কিভাবে ???
কারন, অভিযুক্ত আসামী ধরা পরলে আদালতে সঠিক বিচার ও তদন্ত শুরু হয়। নয়ন বন্ডের মতো সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক যারা তাদের আসল রূপ আদালতে বিচার শুরু হলে জনগনের সামনে চলে আসবে। এই পৃষ্ঠপোষকরাই সবচেয়ে বড় অপরাধী যাদের আমরা সবসময় এড়িয়ে যাই। সমাজের এই শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য বন্দুক জযুদ্ধের  গল্প তৈরি হয়। একজন খুনিকে খুন হতে হয়। দেশের আইন আদালত ও বিচার বাবস্থা খুবই অসহায় এই শ্রেণীর কাছে।

প্রস্নবিদ্ধ

জঘন্য অপরাধে অভিযুক্ত আসামি কঠোর সাজা পাবে খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার জন্য দেশে আদালত আছে। ক্রস্ফায়ারের দোহাই দিয়ে আদালতের কোন তওয়াক্কা না করে আসামীকে গুলি করে মেরে ফেলা কততুকু যুক্তিসঙ্গত ??? আইনের দায়িত্ব প্রাপ্তরা যদি এমন বে-আইনী কাজ করে যেতে থাকে তাহলে খুব শিগ্রই দেশে আইন, আদালত বলে কিছু থাকবে না। 
দেশের জনগন এমন কর্মকাণ্ডে প্রতিবাদ করে না ঠিকই, কিন্তু শান্তিপ্রিয় জনগন বিষয়টিকে মন থেকে সমর্থনও দেয় না। বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি পর্যালোচনা করা। গ্রেফতারের দায়িত্তটা পুলিশ রয়াবকে দিয়ে আদালতের হারান দায়িত্ত আদালতকে পুনরায় ফিরিয়ে দেয়া। বিচার যদি রয়াব পুলিশ করে তাহলে বিচার বাবস্থা বা আদালতের কি দরকার? তাতেও যদি সরকারের কিছু টাকা সাশ্রয় হয় মন্দ কি।  উপায়? - দেশের সমস্ত কোর্ট - কাচারি আদালত বন্ধ করে দিয়ে সমস্ত দায়িত্ব পুলিশ রয়াবের কাঁধে তুলে দেয়া। 

 ১০০ জন পুলিশ রয়াবের বন্দুকের সামনে দাঁড়িয়ে বন্দুকজুদ্ধ করার মতো সন্ত্রাসী বাহিনী বাংলাদশ তোঁ দুরের কথা এশিয়া মহাদেশেও নেই। একটা ককটেল ছুড়ে মারা আর ১০০ জন সশস্ত্র পুলিশ রয়াবের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা একজিনিস নয় এটা দেশের মানুষ খুব ভালোভাবেই বোঝে। সুতরাং আপনাদের এই মনগড়া গল্পে ৩ টি দিক স্পষ্ট
১। আইনের পোশাক গায়ে জরিয়ে হত্যাকারীকে দেশের প্রচলিত বিচার বাবস্থা ছারাই হত্যা করা।
২। পৃষ্ঠপোষক শ্রেণীকে দেশবাসীর সামনে থেকে আরাল করে রাখা।

৩। তিলে তিলে দেশবাসীর কাছে প্রশাসনের গ্রহঞ্জজ্ঞতা বিলুপ্ত করা। 
জঙ্গিবাদের চারা রোপণ করে জঙ্গিবাদ নির্মূল করব এটা বললে বাঙ্গালী মেনে নেবে না।  

যাইহোক, ধারাবাহিকতায় -  গত ২৬ জুন সকাল ১০ টার দিকে দুর্বৃত্তরা রিফাত শরীফ নামের এক যুবককে টার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অসংখ্যবার কুপিয়ে স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন রিফাতকে তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে রিফাতের মৃত্যু হয়।
আরো সংবাদ

অবশেষে লাইফ সাপোর্টে হুসাইন মোহাম্মদ এরশাদ


July 02, 2019

অবশেষে লাইফ সাপোর্টে হুসাইন মোহাম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি 'হুসাইন মোহাম্মদ এরশাদ' বর্তমানে লাইফ সাপোর্টে অবস্থান করছেন। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়।


 সাময়িকভাবে গত দুদিন আগে তাঁর কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। পরবরতিতে তিনি আবার অসুস্থ হলে তাঁকে অক্সিজেন সরবরাহ করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে ভয়ানক বিপদজনক অবস্থায় অবস্থান করছেন। 




গুরুতর অসুস্থতার পেছনে অন্যান্য রোগের পাশাপাশি বার্ধক্যজনিত দুর্বলতাও অসুস্থতার অন্যতম কারন, জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে ৯১ বছরেরও বেশী বয়স প্রবীণ এই রাজনীতিবিদের। 


ধারাবাহিকতায় - গত ২৫ জুন মঙ্গলবার রাত ৩ তার দিকে আকস্মিকভাবে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পরেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকলে পরদিন সকালে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছিল, বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বিশেষ পর্যবেক্ষণে রেখে ডাক্তাররা তার চিকিৎসা করছিলেন। 
আরো সংবাদ


July 02, 2019

আগাম জামিন নিতে গিয়ে ফেঁসে গেলেন ডিআইজি মিজান

আগাম জামিন নিতে গিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার হয়েছেন ডিআইজি মিজান

আদালতের নির্দেশনা অনুযায়ী গত  কাল  সোমবার দুর্নীতি দমন কমিশনের 'দুদক' দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত দুরনিতিগ্রস্থ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।  জামিন আবেদন খারিজ করে তাঁকে তাৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন আদালত।


গতকাল আদালত থেকে তাকে শাহবাগ থানায় আনা হয়েছে। আজ মঙ্গলবার তাকে হাজতে প্রেরন করা হবে।  খবর নিয়ে জানা গেছে তিনি কিছুটা ভিআইপি কায়দায় গতকাল অবস্থান করেছেন শাহবাগ থানায়। পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় তার উপরে তেমন কোন নিত্যমালা চাপান হয়নি, যেমনটি চাপানো হয় অন্যান্য আসামীদের ক্ষেত্রে। 
   আগাম জামিন নিতে গিয়ে ফেঁসে গেলেন ডিআইজি মিজান
   আগাম জামিন নিতে গিয়ে ফেঁসে গেলেন ডিআইজি মিজান

বরখাস্ত এই দুর্নীতিগ্রস্থ পুলিশ কর্মকর্তা -  ভয় দেখিয়ে এক নারীকে বিয়ে, সাঙ্গাবাদিক দম্পতিকে প্রান নাশের হুমকি, ঘুষের টাকা চেয়ে আসামীদের হয়রানি সহ নানাবিধ অসৎ উপায় অবলম্বন করে অঢেল  সম্পদ বানিয়েছেন।

আরো সংবাদ

দুদকের নতুন তদন্ত- অভিযুক্ত চার বিসিসি কর্মকর্তা

July 02, 2019

বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড রয়াবের গুলিতে নিহত

বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড আজ রয়াবের গুলিতে নিহত হয়েছে। রয়াবের তথ্য মতে, বরগুনা লঞ্চ ফেরিঘাটের পাশে রয়াবের সাথে বন্দুক যুদ্ধে রিফাতের খুনি নয়ন বন্ডের মৃত্যু হয়। 

প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল ১০ টার দিকে দুর্বৃত্তরা রিফাত শরীফ নামের এক যুবককে টার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অসংখ্যবার কুপিয়ে স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন রিফাতকে তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে রিফাতের মৃত্যু হয়। 


বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড রয়াবের গুলিতে নিহত
বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড রয়াবের গুলিতে নিহত 

Monday, July 1, 2019

July 01, 2019

আগামী রোববার সারা দেশে আধা বেলা হরতাল

আগামী রোববার ৭ জুলাই সারা দেশে হরতাল আহ্বান করেছে বামফ্রন্ট । আকস্মিকভাবে গ্যাসের মূল্য ব্রিধির প্রতিবাদে এই হরতাল আহ্বান করেছে বামফ্রন্ট । বাংলাদেশে অনেক দিন থেকেই কোন রাজনৈতিক দল কোন প্রকার হরতাল আহ্বান করেনি। আগামী ৭ জুলাই রোববারের হরতালটি সকাল ৬ থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকবে। হরতালের একমাত্র বিষয়বস্তু অস্বাভাবিক গ্যাস মূল্য ব্রিধি। 

July 01, 2019

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ

 ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯৮৬২ জন পাশ করেছে।  আজ বিকেলে বিসিএস বিষয়ক একআনুষ্ঠানিক সভা শেষে 'পিএসসি' সরকারী কর্ম কমিশন ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেন। পিএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাদিক ৩৮ তম লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পাওা যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে

Sunday, June 30, 2019

June 30, 2019

অক্সিজেন সাপোর্ট নিয়েও সুস্থ নেই হুসাইন মুহাম্মদ এরশাদ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ অক্সিজেন সাপোর্ট নিয়েও শারীরিক ভাবে সুস্থ নেই জানিয়েছেন চিকিৎসক।

গতকাল কিছুটা সুস্থ হলেও আজ বিকেলে আবারো হাসপাতালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরেন জাতিয় পার্টির চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ। 


গতকাল শনিবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সকাল ১০ টার দিকে দিকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ ভাগ উন্নতি হয়েছে। পাশাপাশি তাঁর ছত ভাই জি এম কাদের ও জানিয়েছিলেন তাঁর সুস্থতার ব্যাপারে। 
অক্সিজেন সাপোর্ট নিয়েও সুস্থ নেই হুসাইন মুহাম্মদ এরশাদ
অক্সিজেন সাপোর্ট নিয়েও সুস্থ নেই হুসাইন মুহাম্মদ এরশাদ 

প্রসঙ্গত- গত ২৫ জুন মঙ্গলবার রাত ৩ তার দিকে আকস্মিকভাবে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পরেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকলে সকালে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  বিশেষ পর্যবেক্ষণে রেখে ডাক্তাররা তার চিকিৎসা করছেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি গুরুতরভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক উন্নতি না ঘটলে তাকে উন্নত ছিকশার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুরে। 
June 30, 2019

টসে জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর আজকের ম্যাচ শুরু হিয়েছে।  ভারত বনাম ইংল্যান্ডের আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিধান্ত নিয়েছে ইংল্যান্ড। আজকের ম্যাচটি ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে খেলার আশা জিয়ে রাখতে আজকের ম্যাচে জয়লাভের কোন বিকল্প নেই।
আজকের ম্যাচ জিতলে ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে সেটারও পূর্ণ নিশ্চয়তা নেই। সেমি ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জয়লাভ করেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের খেলার ফলাফলের উপর। পাশাপাশি বাকি ম্যাচটি নিউজিল্যান্ডের সাথে জয় নিশ্চিত করতে হবে শতভাগ।
টসে জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড
টসে জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড 

অন্যদিকে বাংলাদেশ তাকিয়ে আছে ইংল্যান্ডের হেরে যাওয়া দেখার জন্য। সেমিফাইনালের অন্নতম দাবিদার বাংলাদশ, তাদের সেমিফিনাল খেলতে হলে জয়লাভ করতে হবে বাকি ২ ম্যাচের ২ টিতেই।

সর্বশেষ , আজকের ম্যাচে ৯ ওভার ৩ বল শেষে দলীয় রান ৪৬ ।

Saturday, June 29, 2019

June 29, 2019

আফগানিস্তানকে ৩ উইকেটে হারালো পাকিস্তান

টসে জয়লাভ করে ব্যাটিং করার সিধান্ত নেয় আফগানিস্তান। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে আফগানিস্তানের দলীয় সংগ্রহ ছিল ২২৭ রান। 
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯ ওভার ৪ বলেই জয় তুলে নেয়। আজকের এই ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের ৪৮ টি ম্যাচের মধ্যে ৩৬ তম। 
June 29, 2019

রিফাত শরীফ হত্যাকাণ্ডে রেড এলার্ট জারি – মূল অভিযুক্ত এখনো লাপাত্তা


রিফাত শরীফ হত্যাকাণ্ড

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দিকে আঙ্গুল

নৃশংস হত্যা কাণ্ড ঘটার ৮ থেকে ১০ ঘণ্টা পর গ্রেফতার অভিযান চালাতে সময় নিয়েছিল পুলিশ। প্রশ্ন উঠছে তাৎক্ষণিক সংবাদ পাওয়ার পরেও কেন এত সময় নিল পুলিশ গ্রেফতার অভিযান চালাতে?
 নাকি পুলিশ প্রশাসন অজান্তেই আসামিদের পালিয়ে যাওয়ার জন্য সময় বেধে বেধে দিয়েছিল?
রিফাত শরীফ হত্যাকাণ্ডে রেড এলার্ট জারি – মূল অভিযুক্ত এখনো লাপাত্তা
রিফাত শরীফ হত্যাকাণ্ডে রেড এলার্ট জারি – মূল অভিযুক্ত এখনো লাপাত্তা

জনমনে প্রশ্ন উঠেছে নয়ন বন্ড এবং রিফাত ফরাজীর মতো কুখ্যাত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে থানায় ৮-১০টি করে মামলা রয়েছে এবং যারা এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে কিন্তু তাদের চিনতে পুলিশের দেরি হল কেন?   

সকাল ১০ টায় ঘটে যাওয়া দুর্ঘটনা পরিদর্শনে আসতে কেন সন্ধ্যা বাধিয়ে দিলো বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবীর মোহাম্মদ হোসেন?
পুলিশের দাবী এই খুনের ঘটনাটি ঘটেছে তাদের সিসি ক্যামেরার আওতায়। অথচ সারাদেশ জুড়ে আলোড়িত এমন জঘন্য অপরাধের অপরাধীদের ধরতে পুলিশের কেন এতো সময় লাগবে। দেশের মানুষের নিরাপত্তার জায়গাটা আসলে ঠিক কোথায়?
দেশের আরেক মহলে আলোচিত হছহে – সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এমনকি সুবিচার পাওয়ার গনতান্ত্রিক অধিকারটাও কি আমরা হারিয়ে ফেলেছি?
স্থানীয়রা মনে করছেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে খুনিরা পুলিশের এই অঘোষিত সহযোগিতা পেয়েছে।

আসামি গ্রেফতারে তৎপর পুলিশ প্রশাসন

রিফাত হত্যাকাণ্ডে গত দুদিন ধরে বরগুনায় অবস্থান করে আসামিদের গ্রেফতার ও পুরো বিষয়টির তদারকি করছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। এদিকে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে তাদের গ্রামের বাড়িতে বসানো হয়েছে পুলিশ প্রহরা। পুলিশ বলছে বাক্তিগত কারনে ঘটেছে হত্যাকাণ্ড।

সারাদেশ  জুড়ে রেড এলার্ট জারি

বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একট প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, মামলার ১২ আসামির মধ্যে ২ জন এবং ভিডিও ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছি আমরা। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, সারা দেশে এই মামলার আসামিদের ধরার জন্য পুলিশের হেডকোয়ার্টার থেকে বিশেষ নির্দেশনা জারি হয়েছে। এমনকি দেশের সব বিমানবন্দর এবং সীমান্তে জারি হয়েছে স্পেশাল অ্যালার্ট। পুলিশ জেভাবেই হোক আসামীদের গ্রেফতার করবেই।

বন্ড ০০৭

বরগুনায় রিফাত হত্যাকাণ্ড মিশন পরিচালনা করা হয়েছে ০০৭ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। তারা এই গ্রুপটির নামকরণ করেছিল জেমস বন্ডের ০০৭ নামের সঙ্গে মিল রেখে। গ্রুপের প্রধান নয়ন বন্ড এবং রিফাত ফরাজী ছিল সেকেন্ড ইন কমান্ড। অন্যরা ০০৭ বন্ডের সহযোগী।

June 29, 2019

বরগুনায় নারকীয় 'রিফাত হত্যাকাণ্ডে' গ্রেফতারকৃত ৩ আসামির রিমান্ড মঞ্জুর

রিফাত হত্যাকাণ্ড  রিফাত শরীফ হত্যাকাণ্ডের মুল আশামিরা এখনো ধরা পরেনি। গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় অভিজান চালিয়ে প্রশাসন ৩ আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামিরা যথাক্রমে চন্দন (৪ নং আসামি),  মোঃ হাসান (৯ নং আসামি) ও নাজমুল হাসান। 
বরগুনায় নারকীয় 'রিফাত হত্যাকাণ্ডে' গ্রেফতারকৃত ৩ আসামির রিমান্ড মঞ্জুর
বরগুনায় নারকীয় 'রিফাত হত্যাকাণ্ডে' গ্রেফতারকৃত ৩ আসামির রিমান্ড মঞ্জুর 

গতকাল শুক্রবার বিকেলের পর বরগুনা জেলার 'সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট' আদালতের বিচারক মো. রাসেল গ্রেফতারক্রিত ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শুনানির সময় পুলিশ ৩ আসামির মধ্যে চন্দন ও মোঃ হাসানের জন্য ১০ দিন এবং নাজমুল হাসানের জন্য ৫ দিন রিমান্ড আবদন করেন। আদালত প্রথম ২ জনের জন্য ৭ দিন এবং নাজমুল হাসানের জন্য ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।


আলোচ্য প্রেক্ষাপটে, গত ২৬ জুন সকাল ১০ টার দিকে দুর্বৃত্তরা রিফাত শরীফ নামের এক যুবককে টার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অসংখ্যবার কুপিয়ে স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন রিফাতকে তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে রিফাতের মৃত্যু হয়। 
রিফাত হত্যাকাণ্ড 
June 29, 2019

রিফাত হত্যার ভিডিও ফুটেজ - নারকীয় রিফাত হত্যাকাণ্ড

রিফাত হত্যাকাণ্ড  গত ২৬ জুন বুধবার সকাল ১০ টার পর বরগুনা কলেজ রোডে স্ত্রীর সামনে দুর্বৃত্তরা রিফাতকে কুপিয়ে হত্তা করে।
রিফাত হত্যার ভিডিও ফুটেজ


                          রিফাত হত্যার ভিডিও ফুটেজ  - নারকীয় রিফাত হত্যাকাণ্ড (সংগৃহীত ভিডিও )

Subscribe Us on YouTube - Labonno News YouTube 


June 29, 2019

সিঙ্গাপুর যাচ্ছেন না হুসাইন মুহাম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সেনা প্রধান ও বাংলাদেশের সাবেক রাস্ত্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ২৬ জুন আকস্মিকভাবে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরদিন সকালে  হুসাইন মুহাম্মদ এরশাদকে "সিআমএইচ" হাসপাতালের 'আইসিইউ'  তে ভর্তি কড়া হয়েছিল।
সিঙ্গাপুর যাচ্ছেন না হুসাইন মুহাম্মদ এরশাদ
সিঙ্গাপুর যাচ্ছেন না হুসাইন মুহাম্মদ এরশাদ 

 চিকিৎসকরা জানিয়েছেন তিনি গুরুতরভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক উন্নতি না ঘটলে তাকে উন্নত ছিকশার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুরে। 

হুসাইন মুহাম্মদ এরশাদের ভাই জি এম কাদের জানিয়েছেন তিনি এখন ৫০ ভাগেরও বেশী সুস্থ হয়েছেন। আশা কড়া যাছে উনত চিকিৎসার জন্য হয়ত এবারে আর সিঙ্গাপুর যেতে হবে না।
বর্তমানে ৯১বছর বয়স প্রবীণ এই রাজনীতিবিদের।

আরো পড়ুন- 

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের ICU তে এরশাদ

Friday, June 28, 2019

June 28, 2019

শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েও বিশ্বকাপের আসর ছাড়তে হবে সাউথআফ্রিকার

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ - অসাধারণ একটি ম্যাচ উপহার দিলেন ডোয়েন প্রিটোরিয়াস। ১০ ওভার বল করে ২৫ রান দিয়ে তুলে নেন শ্রীলঙ্কার মূল্যবান ৫ টি উইকেট। টসে জিতে ফিল্ডিং করার সিধান্ত নেন দক্ষিণআফ্রিকার অধিনায়ক। প্রথমার্ধে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বল খেলে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ২০৩ রান। 
শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েও বিশ্বকাপের আসর ছাড়তে হবে সাউথআফ্রিকার
শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েও বিশ্বকাপের আসর ছাড়তে হবে সাউথআফ্রিকার

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেন দক্ষিণআফ্রিকার ব্যাটসম্যানরা। মাত্র ৩৭ ওভার ২ বল খেলে জয়ের দ্বারে পৌঁছে যায় দক্ষিণআফ্রিকা। 
বিশ্বকাপের আসর ছাড়তে হবে দখিন আফ্রিকাকে, কারন জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা ভারী তাদের। এবারের বিশ্বকাপটা ঠিক ঠাক ভাবে বুঝেই উঠতে পারলনা দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের তলায় পরে থাকার কারনে এবারের বিশ্বকাপের আসর থেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে  তাদের। পাশাপাশি শ্রীলঙ্কাকেও নিতে হছহে বিদায়। স্রিলাঙ্কার পয়েন্টো টেবিলের তলায়।

আজকের এই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের ৪৮ টির মধ্যে ৩৫ তম ম্যাচ। 

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc