জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সেনা প্রধান ও বাংলাদেশের সাবেক রাস্ত্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ২৬ জুন আকস্মিকভাবে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরদিন সকালে হুসাইন মুহাম্মদ এরশাদকে "সিআমএইচ" হাসপাতালের 'আইসিইউ' তে ভর্তি কড়া হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন তিনি গুরুতরভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক উন্নতি না ঘটলে তাকে উন্নত ছিকশার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুরে।
হুসাইন মুহাম্মদ এরশাদের ভাই জি এম কাদের জানিয়েছেন তিনি এখন ৫০ ভাগেরও বেশী সুস্থ হয়েছেন। আশা কড়া যাছে উনত চিকিৎসার জন্য হয়ত এবারে আর সিঙ্গাপুর যেতে হবে না।
বর্তমানে ৯১বছর বয়স প্রবীণ এই রাজনীতিবিদের।
আরো পড়ুন-
সিঙ্গাপুর যাচ্ছেন না হুসাইন মুহাম্মদ এরশাদ |
চিকিৎসকরা জানিয়েছেন তিনি গুরুতরভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক উন্নতি না ঘটলে তাকে উন্নত ছিকশার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুরে।
হুসাইন মুহাম্মদ এরশাদের ভাই জি এম কাদের জানিয়েছেন তিনি এখন ৫০ ভাগেরও বেশী সুস্থ হয়েছেন। আশা কড়া যাছে উনত চিকিৎসার জন্য হয়ত এবারে আর সিঙ্গাপুর যেতে হবে না।
বর্তমানে ৯১বছর বয়স প্রবীণ এই রাজনীতিবিদের।
আরো পড়ুন-
No comments:
Post a Comment