রিফাত হত্যাকাণ্ড গত ২৬ জুন বুধবার সকাল ১০ টার পর বরগুনা কলেজ রোডে স্ত্রীর সামনে দুর্বৃত্তরা রিফাতকে কুপিয়ে হত্তা করে। এমন নারকীয় ও অমানবিক হত্যাকাণ্ড আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। দিনে দুপুরে প্রকাশ্যে একজন মানুষকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা ! সাড়া দেশে আলোড়ন ফেলা এই নারকীয় হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি বাংলাদেশের পুলিশ প্রশাসন।
সাক্ষাৎকারে নিহত রিফাতের স্ত্রী আয়েশা বলেছেন, আমি প্রানপন চেষ্টা করেও রিফাতকে বাঁচাতে পারিনি। বর্তমানে আয়েশা পুলিশি নিরাপত্তায় রয়েছেন।
সরকারী মহল থেকে রিফাত হত্যাকাণ্ডের বিষয়টি কড়া নজরদারিতে দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিতে। প্রশাশনের উপরে আরো নির্দেশ রয়েছে অপরাধী যেন কোন ভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে।
![]() |
বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা - নাড়া দিয়েছে পুরো জাতির বিবেকে। |
সরকারী মহল থেকে রিফাত হত্যাকাণ্ডের বিষয়টি কড়া নজরদারিতে দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিতে। প্রশাশনের উপরে আরো নির্দেশ রয়েছে অপরাধী যেন কোন ভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে।
No comments:
Post a Comment