Breaking

Google Search

Friday, May 17, 2019

আকস্মিক ঘূর্ণিঝড় ও দমকা হাওয়ায় রাজধানী লণ্ডভণ্ড

রাজধানী ঢাকা সহ সারা দেশে অকোষীক ঘূর্ণিঝড় 

আজ সন্ধ্যা ৭.১৫ মিনিটের পর হঠাৎ করেই শুরু হয় ঝড় বৃষ্টি, বইতে থাকে উত্তাল বাতাস। কোনো ধরণের পূর্ব প্রস্তুতি না থাকায় অপ্রুস্তুত হয়ে পরে রাজধানীবাসী। আজ সন্ধ্যায় ইফতার সম্পন্ন হওয়ার পর হঠাৎ শুরু হয় প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়।  রাজধানী সহ দেশের  আরো বেশ কয়েকটি জেলায় বয়ে যায় এই ঘূর্ণিঝড়।
Labonno news
আকস্মিক ঘূর্ণিঝড় ও দমকা হাওয়ায় রাজধানী লণ্ডভণ্ড 

রাজধানী সহ পুরো দেশজুড়ে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। রাজধানীর বায়তুল মুকাররম মসজিদে নামাজ পড়ার প্যান্ডেল ভেঙে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৫ থেকে ২০ জীবন। 
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দেয়াল ধসে ৩ জনের মৃত্যু হয়। ২ জন নিহত ব্যাক্তির একজনের নাম বুল্বুল বয়স আনুমানিক ২৫/২৬ বছর, কোনো এজনের পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। উক্ত ঘটনায় আহত হয়েছে প্রায় ২২ জন মানুষ।  তাদের সবাইকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে টিনের চাল ভেঙে একজন মৃত্যু বরণ করেন। 

নওগাঁ ও অন্য একটি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আরো ২ জনের। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গাছ ভেঙে আহত অন্তত ৩ জন।  
হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাহত হয় সব ধরণের যোগাযোগ ব্যবস্থা। 
তবে এখন ঘূর্ণিঝড় থিম যাওয়ায় যান চলাচল পুনরায় স্বাবাভিক হয়েছে। 
সদ্য সংবাদ 
নিজস্ব প্রতিবেদক 

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc