নির্বাচন কমিশন ২০১৯ দ্বারা ঘোষিত লোকসভা নির্বাচনের তারিখ এবং পুরো সময়সূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী লোকসভা নির্বাচন হবে সাতটি ধাপে।প্রথম সত্যি ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ও সপ্তম ধাপটির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত কাল ১৯ মে ২০১৯।
নির্বাচনের শেষ পর্যায়ে যে রাজ্যগুলি নির্বাচনে গিয়েছে তা হলো, বিহার (8 টি সংসদীয় আসন), ঝাড়খণ্ড (3), মধ্যপ্রদেশ (8), পাঞ্জাব (13), পশ্চিমবঙ্গ (9), চণ্ডীগড় (1), উত্তর প্রদেশ (13) এবং হিমাচল প্রদেশ (4)।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে প্রকাশ হবে লোকসভা নির্বাচন ২০১৯ এর পূর্ণাঙ্গ ফলাফল।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে প্রকাশ হবে লোকসভা নির্বাচন ২০১৯ এর পূর্ণাঙ্গ ফলাফল। |
নির্বাচনের শেষ পর্যায়ে যে রাজ্যগুলি নির্বাচনে গিয়েছে তা হলো, বিহার (8 টি সংসদীয় আসন), ঝাড়খণ্ড (3), মধ্যপ্রদেশ (8), পাঞ্জাব (13), পশ্চিমবঙ্গ (9), চণ্ডীগড় (1), উত্তর প্রদেশ (13) এবং হিমাচল প্রদেশ (4)।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে প্রকাশ হবে লোকসভা নির্বাচন ২০১৯ এর পূর্ণাঙ্গ ফলাফল।
No comments:
Post a Comment