তিউনিসিয়ার উপকূলীয় ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবিতে আনুমানিক ৪৫ জন বাংলাদেশি নিখোঁজ অবস্থায় রয়েছেন।
তিউনিশিয়ায় নৌডুবি- ছবি- সংগৃহিত |
মঙ্গলবার লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান যে, লিবিয়া হয়ে দুটি নৌকায় করে অভিবাসী প্রত্যাশীরা ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন।
নৌকা দুইটির একটিতে প্রায় ৫০ এবং অন্যটিতে ৭০ জন যাত্রী ছিল। দুটি নৌকাই গত বৃহস্পতিবার রাতে একই সময় রওনা হয়। তবে একটি নিরাপদে ইতালি পৌঁছালেও বাকিটা অনাখাংখিত দুর্ঘটনার মুখে পরে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের কর্তব্যরত পরিচালক ইমাম জাফর শিকদার জানিয়েছেন, তিউনিসিয়া রেড ক্রিসেন্টের প্রাদেশিক প্রধান মাঙ্গি স্লিমের মাধ্যমে উদ্ধার হওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে আলাপের পর নিহত ২৭ জন বাংলাদেশির পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে।ভুমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ আপাতত বন্ধ রয়েছে।
No comments:
Post a Comment