Breaking

Google Search

Wednesday, May 15, 2019

যুক্তরাষ্ট্রে মুখোমুখি ২ বিমানের সংষর্ষ- নিহত ৫

যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংষর্ষ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি উভচর বিমানের ভয়াবহ সংর্ষে মোট পাঁচজন নিহত হয়েছেন। উক্ত বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। তবে আহত ১০ জনের কেউই গুরুতর বাবে আহত হননি। এই দুর্ঘটনায় নিখোঁজ অবস্থায় রয়েছেন আরো অন্তত তিনজন।

মার্কিন বিমান কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার উভচর বিমান দুটি প্রমোদতরী থেকে যাত্রী বহনকালে এ দুর্ঘটনা ঘটে।
Labonno News
যুক্তরাষ্ট্রে মুখোমুখি ২ বিমানের সংষর্ষ- নিহত ৫

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত  এক বিবৃতিতে বলা হয়, বিভার ও অটার নামক বিমান দুটি ১৬ যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে চারজন যাত্রী ও একজন পাইলট।
এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।
কোস্টগার্ড জানায়, এই ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধানে জর্জ ইনলেটের কাছে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও নৌযান মোতায়েন করা হয়েছে।
সূত্র- বাংলাদেশ সংবাদ সংষ্থা 

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc