WORLD CUP CRICKET -2019 ৫০ তম ওভার, জয়ের আশা তখনো কিছুটা ছিল। কিন্তু মোহাম্মদ সামির অসাধারণ বোলিং এর দাপটে টিকতে পারল না আফগানিস্তানের লাস্ট অর্ডারের ব্যাটসম্যানরা।
প্রথমারধে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পরেন ভারতীয় ব্যাটসম্যানরা।
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানেই থমকে যায় ভারতীয়দের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১১ রান বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে আফগানরা। শেষের দিকে মোহাম্মদ নবীর অর্ধশত কিছুটা আশার সঞ্চার করলেও টিকতে পারেনি মোহাম্মদ সামির দুর্দান্ত হ্যাট্রিকের কাছে। ফলাফল ভারত ১১ রানে জয়ী।
মোহাম্মদ সামির অসাধারন হ্যাট্রিকে আফগান দলের পরাজয় |
প্রথমারধে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পরেন ভারতীয় ব্যাটসম্যানরা।
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানেই থমকে যায় ভারতীয়দের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১১ রান বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে আফগানরা। শেষের দিকে মোহাম্মদ নবীর অর্ধশত কিছুটা আশার সঞ্চার করলেও টিকতে পারেনি মোহাম্মদ সামির দুর্দান্ত হ্যাট্রিকের কাছে। ফলাফল ভারত ১১ রানে জয়ী।
No comments:
Post a Comment