Breaking

Google Search

Tuesday, June 11, 2019

11 তম জাতীয় সংসদ অধিবেশনের - "বাজেট 2019-20", 13 জুন বৃহস্পতি বার । পুরনাঙ্গ বাজেট -30 jun 2019

13 মে "রাষ্ট্রপতি আবদুল হামিদ" সংবিধানের অনুচ্ছেদ  72 এর ধারা 1 অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগে বাজেট অধিবেশন আহ্বান করেন।

11 তম জাতীয় সংসদ অধিবেশনের - "বাজেট  2019-20", 13 জুন  (বৃহস্পতি বার ) 

Labonno News
জাতীয় সংসদ ভবন বাংলাদেশ


11 ই জুন প্রথম অধিবেশন শুরু , ১৩ জুন বাজেট পেশ , পর্যালোচনা শুরু ১৭ জুন থেকে। ২০১৯-২০২০ অর্থ বছরের পুরনাঙ্গ  বাজেট পাশ হবে ৩০ জুন ২০১৯। অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তাফা কামাল 13 জুন সংসদে 2019-20 অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করবেন। এটি দেশের ইতিহাসে 48 তম জাতীয় বাজেট। জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী, 2019-20 অর্থবছরের বাজেট অধিবেশন শুরু করেন স্পিকার ড। শিরীন শারমিন চৌধুরী।

এর আগে, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি সংসদ কমপ্লেক্সের লেভেল -২ এ বাজেট অধিবেশনের মেয়াদ ঠিক করতে 4 টায় বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (খবর বাসস)

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc