"টাইগারদের বিশ্বকাপ যাত্রা"- প্রথম ম্যাচে -সাউথ আফ্রিকার হার
"বিশ্বকাপ ক্রিকেট -২০১৯" শুরু হওয়ার তৃতীয় দিনে পুরো ক্রিকেট বিশ্বকে নিজেদের অস্তিত্তের জানান দিল বাংলাদেশী টাইগাররা।বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে কোন দল কখন ৩৩০ রান করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট দল আজ ৩৩০ করে বিশ্ব রেকর্ড করল একদিকে অন্য দিকে ছিনিয়ে নিল সাউথ আফ্রিকার বিরুধে অভাবনীয় জয়।
বিশ্বকাপে ৩৩০ রানের বিশ্ব রেকর্ড করে টাইগারদের প্রথম ম্যাচ জয় |
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে টাইগাররা গড়েন ৩৩০ রানের বিশাল পাহার। যেখানে সাকিব আল হাসানের বাক্তিগত সংগ্রহ ৮৪ বলে ৭৫ রান, মুশফিকুর রাহিমের ৮০ বলে ৭৮ রান,সৌম্য সরকার ৩০ বলে ৪২
রান এবং ৩৩ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহামুদুল্লাহ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ডি কক করেন ৩২ বলে ২৩ রান, মারক্রাম ৫৬ বল খেলে ৪৫ রান, ডু প্লেসিস করেন ৫৩ বলে ৬২ রান, ডুসেনের সংগ্রহ ৩৮ বলে ৪১ রান,ডুমিনি ৩৭ বল খেলে ৪৫ রান সংগ্রহ করে পাভিলিওনের পথ ধরেন।
বাংলাদেশ দলের বোলিং স্কোর কার্ড: মোস্তাফিজ ১০–০–৬৭–৩, মিরাজ ১০–০–৪৪–১, সাইফউদ্দিন ৮–১–৫৭–২, সাকিব ১০–০–৫০–১, মাশরাফি ৬–০–৪৯–০, মোসাদ্দেক ৬–০–৩৮–০
সাউথ আফ্রিকা দলের বোলিং স্কোর: এনগিডি ৪–০–৩৪–০, রাবাদা ১০–০–৫৭–০ (ও ৩), ফিকোয়াও ১০–১–৫২–২ (ও ৩), মরিস ১০–০–৭৩–২ (ও ২), মার্করাম ৫–০–৩৮–০, তাহির ১০–০–৫৭–২, ডুমিনি ১–০–১০–০
ম্যান অফ দা ম্যাচের পুরস্কার নিজ দক্ষতায় অরজন করেন সাকিব আল হাসান। উত্তেজনাময় পুরো ম্যাচ শেষে বাংলাদেশ দল জয়লাভ করে ২১ রানে।
এবার, বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষায় রইলো টাইগার ও ক্রিকেট প্রেমী দর্শকরা।
No comments:
Post a Comment