আইসিসি বিশ্বকাপ ২০১৯
"আইসিসি বিশ্বকাপ ২০১৯" এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সব দল। হওয়াটাই স্বাভাবিক বিশ্বকাপ বলে কথা। অনুষ্ঠিত হচ্ছে টান টান উত্তেজনা পূর্ণ প্রতিটি ম্যাচ। সেমিফাইনালে খেলবে ৪ টি দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত নিজেদের অবস্থান ধরে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেমিফাইনালে খেলতে এই ৩ টি দলের তেমন বেগ পোহাতে হচ্ছে না।বাংলাদেশ যেভাবে যেতে পারে- "সেমিফাইনালে" |
অন্যদিকে, সাউথ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ ও আফগানিস্তান পয়েন্ট টেবিলের তলায় অবস্থান করছে। এই তিন দলের সেমিফাইনালে খেলার তেমন কোনো সম্ভবনা নেই। সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী দল হওয়া সত্ত্বেও এবারের বিশ্বকাপ তাদের নাগালের অনেক বাইরে। ওয়েস্ট ইন্ডিজও ঠিক ঠাক বুঝতে পারল না এবারের বিশ্বকাপের ছন্দটা। আফগানিস্তান নতুন দল হিসেবে অনেক ভালো খেলেছে, কিন্তু হারের পাল্লা ভারী হওয়ায় বিদায় নিতে হচ্ছে। যাইহোক এই ৩ দলের সেমিফাইনালের সম্ভবনা নেই।
বাকি থাকছে স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ৬ টি করে ম্যাচ খেলে মাত্র ২ টো করে ম্যাচে জয়লাভ করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ২ দলের বিশ্বকাপ পর্যালোচনা করলে বোঝাই যায় শ্রীলঙ্কা ও পাকিস্তান আলাদীনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মত কিছু না ঘটলে সেমিফাইনালে যেতে পারবে না।
সর্বোপরি - "আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর ৪র্থ দল হিসেবে সেফাইনালে যাওয়ার দরজায় দাঁড়িয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ"।
যেকোনো একদল খেলবে সেমিফাইনালে, যদিও বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে আছে ইংল্যান্ড। বাংলাদেশ মোট ৭ টি ম্যাচ খেলে ৩ টিতে জয়লাভ করে এবং ১ টি ম্যাচ পয়েন্ট ভাগাভাগি হয়। বাংলাদেশের পয়েন্ট ৭। অন্যদিকে ইংল্যান্ড ৬ টি ম্যাচ খেলে ৪ টিতে জয়লাভ করে, তাদের পয়েন্ট ৮।
ইংল্যান্ডের বাকি ৩ টি ম্যাচে প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বাকি আছে ২ টি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে হারতে হবে ৩ টি ম্যাচের মধ্যে অন্তত ২ টি ম্যাচ এবং বাংলাদেশকে জিততে হবে বাকি ২ টি ম্যাচের ২ টি ম্যাচই। অন্যভাবে - ইংল্যান্ডকে হাড়তে হবে বাকি ৩ টি ম্যাচের ৩ টাতেই এবং বাংলাদেশকে জিততে হবে অন্তত ১ টি ম্যাচ।
ইংল্যান্ডের বাকি ৩ টি ম্যাচে হেরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, ৩ টি ম্যাচে প্রতিপক্ষ যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ভাবনার বিষয়, বাংলাদেশের জয় ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
আরো পড়ুন-
No comments:
Post a Comment