Breaking

Google Search

Saturday, June 22, 2019

স্রীলঙ্কার জয়ে পুরোপুরি অনিশ্চিত বাংলাদেশের সেমিফাইনাল

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - ২০১৯ - স্বাগতিক ইংল্যান্ড কে হারিয়ে পঞ্চম স্থানটি দখল করল লঙ্কানরা, যা বাংলাদেশের সেমিফিনাল খেলার বাকি স্বপ্নটাকেও পিছিয়ে দিলো অনেকদূর। এবারের বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লঙ্কান দলের জয় দাঁড়ালো ২ টি ম্যাচ। টচে জিতে ব্যাটিং করার সিধান্ত নেয় লঙ্কান দল। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দারায় ২৩২ রানে। জবাবে ব্যাট  করতে নেমে ইংলিশরা যেন দিশা হাড়িয়ে ফেলে। লঙ্কান বলিংএর দাপটে মাত্র ২১২ রানের মাথায় সবকটি উইকেট হারায় স্বাগতিক ইংল্যান্ড।
স্রিলাঙ্কার জয়ে পুরোপুরি অনিশ্চিত বাংলাদেশের সেমিফাইনাল
স্রিলাঙ্কার জয়ে পুরোপুরি অনিশ্চিত বাংলাদেশের সেমিফাইনাল 

গ্লেন ম্যাকগ্রাথ, মুত্তিয়া মুরালিধন ও ওয়াসিম আকরামের পর চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে ৫০তম উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন মালিঙ্গা।


একটি অর্ধশতক সংগ্রহ করেন রুট তবে সেখানেই থমকে যান তিনি। দলীয় সংরহ যখন ১২৭ তখন ব্যক্তিগত ৫৭ রান করে মালিঙ্গার তৃতীয় উইকেটের শিকারে পরিণত হন রুট। 
তারপর বক্তিগত ১০ রানে জশ বাটলারের উইকেটটিও এলবিডব্লিউ’র ফাদে ফেলে নিজের চতুর্থ উইকেট হিসেবে তুলে নেন মালিঙ্গা। 
এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরা উদানার বোলিং তোপে পথ হারিয়ে ফেলে ইংলিশরা। একে একে মঈন আলী (১৬), ক্রিস ওকস (২), আদিল রশিদ (১) ও জোফরা আর্চার (৩) বিদায় নিলে ৫ উইকেটে ১৭০ রান থেকে ইংল্যান্ড পরিণত হয় ৯ উইকেটে ১৮৬ রানে।
এক প্রান্ত গলার কাঁটা হয়ে আটকে থাকা বেন স্টোকস রান তুলতে থাকেন ব্যাট চালিয়ে। তবে মার্ক উডের উইকেট নুয়ান প্রদীপ তুলে নিলে ২০ রানে দারুণ জয় পায় শ্রীলঙ্কা। ২১২ রালে অল আউট হয় ইংল্যান্ড। স্টোকস ৮১ রানে অপরাজিত থাকেন।
লঙ্কান বোলার মালিঙ্গা ৪টি, ডি সিলভা ৩টি উদানা ২টি এবং প্রদীপ ১টি উইকেট নেন। 
এদিকে বাংলাদেশকে সেমিফিনাল খেলতে হলে জিততে হবে বাকি সবকটি ম্যাচ। যেখানে অনেক শক্তিশালী দলের সাথে মোকাবেলা করতে হবে। স্বাগতিক ইংল্যান্ডকে হাড়িয়ে বাংলাদেশের সেমিফাইনাল প্রায় অনিশ্চিত করে দিলো লঙ্কানরা।

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc