Breaking

Google Search

Monday, May 6, 2019

নরেন্দ্র মোদি ভারতের জন্য বড় দুর্যোগ ও দুর্ভোগ- বললেন মমতা বন্দোপাধ্যায়

নরেন্দ্র মোদি ভারতের জন্য সবচেয়ে বড় দুর্যোগ ও র দুর্ভোগ, উনি থাকলে মানুষ শান্তিতে থাকতে পারবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য নরেন্দ্র মোদিকে বিদায় দিন, রোববার এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ ও তাচ্ছিল্ল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদি ভারতের জন্য বড় দুর্যোগ ও দুর্ভোগ- বললেন মমতা বন্দোপাধ্যায়
Momota

আগত লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় মমতা হিন্দুত্ববাদী বিজেপিকে চরমভাবে ব্যাংগ করে বলেন, ‘বিজেপির মত দাঙ্গাবাজ ও অশান্তিপ্রিয় দল আর কোথাও নেই, ওরা মানুষে মানুষে দাঙ্গা বাধায় আর ভাগাভাগি করে। কখনো দেখেছেন রাজনৈতিক নেতাদের হাতে গদা আর তলোয়ার? গুণ্ডামি আর দাঙ্গা করা রাজনৈতিক নেতাদের কাজ নয়। মানুষের সেবা করা কাজ। মানুষের সেবা না করলে রাজনীতির পতাকা হাতে নেয়া শোভা পায় না।

 সুতরাং সুস্থ রাজনীতি করতে তাদের অস্ত্র ফেলে জনগণের পাশে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc