Breaking

Google Search

Tuesday, May 14, 2019

ত্রিদেশীয় সিরিজে টাইগাররা ফাইনালে

ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে খুব সহজেই ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো টাইগাররা। ক্যারিবীয়দের ২৪৭ রানের জবাব দিতে নেমে ১৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ফাইনালে
 টাইগাররা ফাইনালে 

২৪৮ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাটিং শুরু করেন বাংলাদেশী ২ ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। দলীয় ৫৪ রানের মাথায় প্রথম উইকেট পতন হয় টাইগারদের, তামিম ইকবাল সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফায়ার যায়। ২৩ বলে ২১ রান করেন তামিম ইকবাল।পরবর্তী জুটি সাকিব আল হাসান ও সৌম সরকার দলীয় রান অনেক দূর  নিয়ে যান। এই জুটি থেকে সংগ্রহ হয় ৫২ রান। ব্যাক্তিগত ২৩ বলে ২১ রান সংগ্রহ করে প্যাভিলিয়ান এর পথ ধরে সাকিব আল হাসান।তবে সৌম সরকার অর্ধশত রান সংগ্রহ করেন। ব্যাক্তিগত ৬৭ বল খেলে তিনি সংগ্রহ করেন ৫৪ রান। 
আগামী পরশু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আইরিশরা। বাংলাদেশ ক্রিকেট দল আশাবাদ ব্যাক্ত করেছেন তারা আগামী পরশু আইরিশদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন ট্রফি দেশে আনবেন। আগত বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের। এখন অপেক্ষা মাত্র ফাইনাল ম্যাচটি দেখার। 

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc