Breaking

Google Search

Friday, May 3, 2019

ফণী তান্ডব চলছে ভারতে- বাড়িঘর ও গাছপালা উড়ছে বাতাসে


        ঘূর্ণিঝড় ফনি

ঘূর্ণিঝড় ফনি- বিগত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ও ওড়িষ্যায় ভারী বৃষ্টিপাত ও প্রবল বেগে বাতাস বহমান।
 ঘূর্ণিঝড় ফনি

 ঘূর্ণিঝড় ফনি


 বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় দৈনিক ইন্ডিয়া ট্যুডে এক প্রতিবেদনে বলছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ফণীর কারণে তীব্র হাওয়া এবং বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রাস্তার ধারে বৈদ্যুতিক খুটি ও গাছ-পালা উপড়ে পড়েছে, ভেঙে পড়ছে মানুষের ঘর বাড়ি।

এদিকে প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানের সন্ধানে বাড়ি-ঘর ছাড়তে শুরু  এলাকাবাসী। অন্ধ্রপ্রদেশের কাকদ্বীপের উপকূলীয় থানা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের ইতোমধ্যে আশ্রয় শিবিরে সরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে।
ইন্ডিয়া ট্যুডে বলছে, উপকূলীয় রাজ্য ওড়িশায় অত্যন্ত ভারী ৩০ মিলিমিটার বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাত এলাকায় বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটারএর চেয়েও বেশি বেগে বইছে। ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য তাণ্ডব মোকাবিলার সকল সম্ভব্য প্রস্তুতি গ্রহণ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি বৈঠকে বসেছেন।
আরো পড়ুন 

ফনি আপডেট- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ঝড়োবাতাস ও বৃষ্টি

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc