Breaking

Google Search

Monday, May 20, 2019

প্রস্থান জরিপ নরেন্দ্র মোদি ও বিজেপির জয়কে ইংগিত করছে

নির্বাচন কমিশন দ্বারা লোকসভা নির্বাচন ২০১৯ এর সপ্তম ধাপের ভোট গ্রহণ শেষ। নির্বাচন কমিশন ও লোকে সভা জরিপের ফলাফল অনেকাংশে বিজয়ে হিসেবে ইংগিত করছে নরেন্দ্র মোদিকে। 

 ভারতের একটি গণ মাধ্যম চারটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সবক’টি জরিপেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি আসন পেয়েছে।
প্রস্থান জরিপ নরেন্দ্র মোদি ও বিজেপির জয়কে ইংগিত করছে -Labonno news
প্রস্থান জরিপ নরেন্দ্র মোদি ও বিজেপির জয়কে ইংগিত করছে 

তাদের আসন সংখ্যা ২৮৭ থেকে শুরু করে ৩০৬ পর্যন্ত রয়েছে। অন্যদিকে, ৪টি জরিপে কংগ্রেসের আসন সংখ্যা দেখা গেছে, ১২৮ থেকে শুরু করে ১৩২ পর্যন্ত। আর অন্যান্য দলের ক্ষেত্রে এ সংখ্যা ১২৭ থেকে ১০৪।

চূড়ান্ত ভোট পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তর প্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আগের ছয়টি ধাপের মতো সপ্তম ধাপেও  পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া গেছে। ও এর সত্তার যথাযথ প্রমান ও আছে তাদের কাছে। 
দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও লাঠিচার্জ করে৷
এ ছাড়া উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে।
উত্তর প্রদেশে বাসিন্দাদের দাবি, তাদের হাতের আঙুলে ভোটের কালি লাগানো ও হাতে টাকা গুঁজে দিয়েছে তিনজন। তারা তিনজনই বিজেপির লোক।
রোববার স্থানীয় সময় বিকেল ৫.৪৫ মিনিটে শেষ হয়েছে ভোট গ্রহণ। এরই মধ্যে বুথ ফেরত সমীক্ষা প্রধানমন্ত্রী মোদির দলেরই বড় জয়ের আভাস দিয়েছে। এবার অপেক্ষা শুধু পপূর্ণাঙ্গ ফলাফলের। 

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc