Breaking

Google Search

Friday, May 3, 2019

ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে- ঘূর্ণিঝড় ফণী আপডেট।

ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ আবহাওয়া অদিতফতরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ   বিকেল তিনটার পর বাংলাদেশে সীমানা ছুঁয়েছে। আর একারণেই রাজধানী সহ  দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
'ঘূর্ণিঝড় ফণী' ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে- ঘূর্ণিঝড় ফণী আপডেট।
'ঘূর্ণিঝড় ফণী' ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে- ঘূর্ণিঝড় ফণী আপডেট।  

  ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা অঞ্লে ব্যাপক ভাবে আঘাত হেনেছে। ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।  ২ লক্ষাদিক লোক কে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থলে। প্রায় ৬০,০০০ সেচ্ছাসেবক সেখানে কাজ করছে। উড়িষ্যায় আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘন্টায়   ২১০ কিলোমিটার। কিছুটা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ফণী  মধ্যরাতের দিকে বাংলাদেশ অতিক্রম করবে আর তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।  বাংলাদেশ সরকারের পক্ষথেকে  ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সব রকম পদক্ষেপ নেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে  ৫৬,০০০ জনগণকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। 
আরো পড়ুন

ফণী তান্ডব চলছে ভারতে- বাড়িঘর ও গাছপালা উড়ছে বাতাসে

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc