Google Search

Sunday, May 5, 2019

ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে আজ। ত্রিদেশীয় সিরিজের বিস্তারিত সময়সূচী


ত্রিদেশীয় সিরিজ আজ শুরু হচ্ছে।

 বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ খেলবে এই তিন দল। আজ উদ্বোধনী ম্যাচ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে  আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।  টাইগাররা মাঠে নামবে দ্বিতীয় ম্যাচে আগামী ৭ মে। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে প্রথম ম্যাচটি। প্রতিটি ম্যাচ একই সময়ে শুরু হওয়ার কথা আছে। ।সামনে আইসিসি বিশ্বকাপ তাই প্রত্যেক দলের জন্য এই সিরিজটি অতন্ত্য গুরুত্বপূর্ণ।
ত্রিদেশীয় সিরিজের বিস্তারিত সময়সূচী
ত্রিদেশীয় সিরিজের বিস্তারিত সময়সূচী

 ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ খুবই ভালো দল বলে মন্তব্য করলেন আয়ারল্যান্ড অধিনায়ক । তাদের সঙ্গে সহজে জয় পাওয়া যাবে না। তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। তবে জয় দিয়ে আসর শুরু করতে পারলে দারুণ হবে।
তিনজাতি সিরিজ সামনে রেখে ডাবলিনের প্রেমবার্ক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে উইন্ডিজ। নেটে বোলারদের নিয়ে বেশি সময় ঘাম ঝরিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ সামনে রেখে এ টুর্নামেন্ট দিয়ে নিজেদের গুছিয়ে নিতে চাইছে তারা। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার বলেন, কিছুদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের মত বড় ইভেন্ট। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাকর আসর। ওই আসরে ভালো করতে চায় সব দলই। আমরাও এর ব্যতিক্রম নই। এ সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়া যাবে। সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ৪/৫টি ম্যাচ খেলতে পারবো আমরা। ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমাদের। এখান থেকেই ভালো ক্রিকেট খেলে বিশ্বমঞ্চে পা রাখতে চাই আমরা। ভালো খেলার আশা ব্যাক্ত করলেন ওয়েস্টইন্ডিজ ক্রিকেট দলও। বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের অবস্থান নিয়ে বেশ আশাবাদী।  নিজেদের শক্ত অবস্থানের কথা বিষ ক্রিকেটকে জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি

মে- আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

মে- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

মে- বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

১১ মে- আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

১৩ মে- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

১৫ মে- বাংলাদেশ- আয়ারল্যান্ড, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন

১৭ মে- ফাইনাল, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন
আরো পড়ুন

অবশেষে বাংলাদেশের জাতীয় পতাকার নমুনা স্থান পেলো- বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর জার্চিতে

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc