Breaking

Google Search

Monday, May 27, 2019

লাল জার্সি পরে খেলবে "বাংলাদেশ ক্রিকেট দল" -"বিশ্বকাপ ক্রিকেট ২০১৯"

বিশ্ব কাপে লাল জার্সিতে দেখা যাবে "টাইগারদের"

"আইসিসি বিশ্বকাপ ২০১৯" এবার "বাংলাদেশ ক্রিকেট দল" দুটি ম্যাচ খেলবে লাল জার্সি পরে । নির্ধারিত জার্সি সবুজ রঙ হোম জার্সি হিসেবে রয়েছে, অন্যদিকে অ্যাওয়ে জার্সির রঙ লাল। 
লাল জার্সি পরে খেলবে "বাংলাদেশ ক্রিকেট দল" -"বিশ্বকাপ ক্রিকেট ২০১৯"
লাল জার্সি পরে খেলবে "বাংলাদেশ ক্রিকেট দল" -"বিশ্বকাপ ক্রিকেট ২০১৯" 

আগত "বিশ্বকাপ ক্রিকেট ২০১৯"এ লাল জার্সি পরে খেলতে দেখা যাবে টাইগারদের দুইটি ম্যাচে। 
বাংলাদেশের হোম জার্সির রং সবুজ। অ্যাওয়ে জার্সি লাল। বিশ্বকাপে দুটি ম্যাচে বাংলাদেশকে অ্যাওয়ে লাল জার্সিতে দেখা যাবে। হোম এবং অ্যাওয়ে জার্সি প্রচলন বেশিরভাগ ক্ষেত্রেই ফুটবলে। অনেকে বলে জার্সির রং বদলালে নাকি দলের ফর্মও বদলে যায় ।

 ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে হোম  ও অ্যাওয়ে প্রচলন শুরু হয়। দুই রঙের জার্সি ছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও। এবার ওয়ানডে বিশ্বকাপেও আছে হোম-অ্যাওয়ে জার্সি। বিশ্বকাপে একাধিক দলের মূল জার্সির রং প্রায় একই হওয়াতে ক্রিকেটেও থাকছে অ্যাওয়ে জার্সি। আর শনিবার বাংলাদেশ দল নিজেদের অ্যাওয়ে জার্সি হিসেবে লাল রঙের জার্সিটা সবার কাছে নতুন করে সামনে এনেছে। এবার বিশ্বকাপে অবশ্য সব দলই অ্যাওয়ে জার্সি নেয়নি। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকেই শুধু অ্যাওয়ে জার্সি বানাতে হচ্ছে। এর মধ্যে প্রথম দুই দলের মূল জার্সির রং নীল। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ভারত-শ্রীলঙ্কা দুই দলকেই অ্যাওয়ে জার্সি পরতে হবে। নীল জার্সির ইংল্যান্ড এ ক্ষেত্রে স্বাগতিক দলের সুবিধা পাবে। ফলে তারা তাদের হোম জার্সি পরেই মাঠে নামবে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের মূল জার্সির রং সবুজ। এর মাঝেই ‘প্রায় পাকিস্তানের মতো’ এ যুক্তিতে প্রথম জার্সিটা পরিবর্তন করেছে বাংলাদেশ। তবুও সবুজ রং তো আর বদলে যায়নি। ওদিকে দক্ষিণ আফ্রিকার এবারের জার্সিটাও বাংলাদেশ ও পাকিস্তানের কাছাকাছি। ফলে এ তিন দলের ম্যাচগুলোতে যেকোনো এক দলকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। পাকিস্তান অবশ্য এ দিক থেকে ভাগ্যবান। সবুজ জার্সি গায়ে দিয়েই প্রতিটি ম্যাচেই মাঠে নামতে পারবে তারা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। অনেক সূত্র জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। সম্পূর্ণ ভিন্ন রঙের জার্সি থাকায় হোম বা অ্যাওয়ে জার্সির ঝামেলায় যেতে হয়নি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে। এবারের বিশ্ব কাপের গ্রুপ পর্বের সমাপনি ম্যাচটিও লাল জার্সি পরে খেলবে টাইগাররা।

No comments:

Post a Comment

Search your Quaries

About

Labonno News is a very reliable source of the latest online news of Bangladesh and all Bangla breaking news. Latest Bangla Online News / Article Sports, Crime, Business, Politics, Education, National, etc