দুদকের নতুন তদন্ত
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) অনৈতিকভাবে আর্থিক সুবিধা বা ঘুষ নিয়ে একজনের সম্পত্তির ওপর অন্য একজনের নামে ভবনের নকশা অনুমোদন করায় বরিশাল সিটি করপোরেশনের চার কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে নেমেছে।দুদকের নতুন তদন্ত- অভিযুক্ত চার বিসিসি কর্মকর্তা |
দুদকের করা এই অভিযোগে মোকসেদ আলী ২০১৮ সালের ১৮ অক্টোবর বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নালিশি মামলা করলে আদালত দুদক বরিশাল জেলা কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালতে করা এ অভিযোগ দুদকের কেন্দ্রীয় দপ্তর থেকে অনুসন্ধানের অনুমোদন দেয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সম্প্রতি জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হাফিজুর রহমান অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন।
দুদক তথ্য অনুযায়ী অভিযুক্ত বিসিসির চার কর্মকর্তা হলেন, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান (বর্তমানে ফেনীর জেলা প্রশাসক), প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম, চিফ অ্যাসেসর আবুয়াল মাসুদ মামুন, নকশা সহকারী মো. কাল্টু। এছাড়া শাহ আলম সিকদার ও তার স্ত্রী তাসলিমা বেগমকেও অভিযুক্ত করা হয়েছে। এই ঘৃণ্যতম অপরাধে নোটিশ করা হয়েছে তাদের ব্যাক্তিগত মতামত জানার জন্য। সূত্র - দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল।
No comments:
Post a Comment