সোমবার রাতে রাজধানীর
গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের
সামনে ভয়ংকর
ককটেল (বোমা)
হামলায় পুলিশের
তিন সদস্য
ব্যাপক আহত
হয়েছেন।
আশ্চয হওয়ার বিষয়যে,
ঘটনার সময় দুই
মিনিটের জন্য
এলাকাটির বিদ্যুৎ
সংযোগও বন্ধ
হয়ে যায়।
মঙ্গলবার সকালে আহত
পুলিশ কনস্টেবলের
অবস্থা পর্যবেক্ষণে
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতালে
ভর্তি হওয়ার
আগে সাংবাদিকরা
এ মন্তব্য
করেন।
আহতদের মধ্যে ট্রাফিক
কনস্টেবল নজরুল
ইসলাম (45) ও মো। লিটন
(42) ও কমিউনিটি
পুলিশ মো। আশিক
(২6) নামে
অভিযান চালানো
হয়েছে।
প্রথমে তাকে
রাজবাড়িতে এবং তারপর ঢাকা মেডিক্যাল
কলেজ ও
হাসপাতাল (ঢামেক) থেকে নেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি) কমিশনার
আসাদুজ্জামান মিয়া এক বিবৃতিতে জানান,
মঙ্গলবার রাজধানীর
গুলিস্তান এলাকায় বোমা বিস্ফোরণে তিন
পুলিশ সদস্য
আহতকারী ককটেলকে
কোনো স্বাভাবিক
বিস্ফোরক বলে
মনে করেন
না তিনি। এটি
ছিল 'খুব
শক্তিশালী'।
আসাদুজ্জামান মিয়া বলেন,
"আমরা এইসব বোমা বিস্ফোরণে ইসলামী
রাষ্ট্রের দাবির তদন্ত করছি।"
মঙ্গলবার সন্ত্রাসী গ্রুপ
ইসলামিক স্টেট
(আইএস) একটি
বোমা হামলায়
তিন পুলিশ
আহত হওয়ার
দাবি করেছে।
আরো পড়ুন
No comments:
Post a Comment